টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের শ্রদ্ধা

মোঃ হাফিজুর রহমান, টুংগীপাড়া উপজেলা প্রতিনিধিঃ

আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
কমোডর আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, বিআইডব্লিউটিআরসিবি এর সভাপতি জনাব মোঃ আবুল হোসেন, সিবিএস সাংগঠনিক সম্পাদক পান্না বিশ্বাস, সকল বিভাগীয় প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ

পরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বই মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭ টন অবৈধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি অবৈধ পলিথিন কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে ফতুল্লার ভূঁইগড় এলাকায় চারটি অবৈধ কারখানায় র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পরে শহরের পশ্চিম দেওভোগে আরেকটি কারখানায় অভিযান চালায় র‍্যাব।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, কারখানাগুলোতে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ফলে সোহাগ পলিথিন কারখানাকে এক লাখ টাকা, আল মদিনা কারখানাকে দুই লাখ টাকা এবং আব্বাসিয়া পলিমার কারখানাকে এক লাখ টাকাসহ মোট চার লাখ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। পরে কারখানাগুলোতে তল্লাশি করে প্রায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানাসহ পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম