রামপুরা ট্রাফিক জোন কর্তৃক প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক বন্ধে সচেতনতামূলক কার্যক্রম 

 

আয়েশা আক্তার ঃ রামপুরা ডিআইটি রোডে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত ইজিবাইক রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে রামপুরা ট্রাফিক পুলিশ জোন । বিগত ৩১-০৫-২০২৪ হতে ৪ মে পর্যন্ত চার দিনব্যাপী রামপুরা ট্রাফিক জোনের প্রধান সড়ক সমূহে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক বন্ধে জনসাধারণ ও ব্যাটারি চালিত রিক্সা মালিকদের সচেতন করতে সচেতনতা মূলক ব্যানার প্রদর্শন এবং মাইকিং করা হয়।
প্রধান সড়ক ও প্রধান ফিডার সড়কে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক বন্ধে রামপুরা ট্রাফিক জোনের কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক জোনের এ কার্যক্রম অব্যহত থাকলে যানজট মুক্ত ও জনমনে স্বস্তি ফিরে আসবে। রামপুরা ব্রীজ থেকে শান্তিনগর মোর পর্যন্ত একটা দীর্ঘ যানজট তৈরি হওয়ায় যাত্রীদের মনে ক্ষোভের তৈরি হয । তবে ট্রাফিক জোনের এহেন কার্যক্রমকে স্বাগত জানায় স্থানীয়রা।
“ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।”
ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

স্টাফ রিপোর্টার:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

রোববার (২৩ মার্চ) উপ-সচিব মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সিঃসঃ পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি সকল প্রকার আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান