
ডেস্ক রিপোর্ট:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা খাল বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন নগরীর জলাবদ্ধতা রোধ দখলমুক্ত ও সুগম জলপ্রবাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খাল দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় মোট ৭৭০ কিলোমিটার নর্দমা, খাল, বক্স কালভার্ট থেকে ৪ লাখ ৪৫ হাজার ৪০০ টন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন সুপরিকল্পিত পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সড়কগুলো সার্বক্ষণিক ব্যবহার উপযোগীকরণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও সবুজায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ-প্রতিবেশের দূষণ হ্রাস এবং নাগরিক জীবন মানের উন্নতিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন হিসেবে গ্রহণ করা হয়েছে।