রোনালদো স্পর্শ করলেন ৯৫০ গোলের মাইলফলক

স্পোর্টস রিপোর্ট:

থামছেনই না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে গোল করে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯৫০টি অফিসিয়াল গোলের মাইলফলক স্পর্শ করলেন আল নাসর তারকা।

আল-হাজমের বিপক্ষে আল নাসরের ২-০ ব্যবধানের জয়ে ম্যাচের ৮৮তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এটি ছিল চলতি মৌসুমে তার ষষ্ঠ লিগ গোল এবং সব মিলিয়ে সপ্তম। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর সৌদি ক্লাবটির হয়ে এরই মধ্যে শতাধিক গোল করে ফেলেছেন তিনি।কয়েক মাস আগেই রোনালদো জানিয়েছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। ৯৫০ গোল করা রোনালদোকে হাজার গোল স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ৫০ গোল।ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ পেরোনো রোনালদো জানান, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।

ওয়ানডেতে তানভীর-পারভেজের অভিষেক

ডেস্ক রিপোর্ট:

কলম্বোতে আর কিছুক্ষণ পরই মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হচ্ছে পারভেজ ইমন এবং তানভীর ইসলামের।

পারভেজ ইমন এবং তানভীর ইসলাম দুইজনই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে কিছুদিন আগেই অভিষেক হয়েছে। এবার ওয়ানডেতেও অভিষেক হলো তাদের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬টি টি–টোয়েন্টি খেলেছেন তানভীর। এই ছয় ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। এদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও আছে তার নামের পাশে।

এদিকে এদিকে ৩৩১ ওয়ানডের পর বাংলাদেশ ‘পঞ্চপণ্ড’ ছাড়া মাঠে নামতে যাচ্ছে। শেষবার ২০ বছর আগে মাশরাফী, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ এবং মুশফিককে ছাড়া ওয়ানডেতে মাঠে নেমেছিল টাইগাররা।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম