চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ও অনলাইন ভার্সনে “সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!” এই শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে সন্ধীপের প্রাথমিক শিক্ষা অফিস। বিশেষসূত্রে পাওয়া এই খবরে সাংবাদিকের পরিচয় গোপন করা হয়েছিল। কিন্তু সন্দ্বীপের এক যুবক, যিনি কিছু অনলাইন পোর্টালে কাজ করেন, তাকে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই সে যুবক দৈনিক সবুজ বাংলাদেশ এর অফিসে নিজের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা ভোগার কথা জানিয়েছেন। কেবল মামলাই নয়, মিজানুর রহমান মিজান এর ভাই ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় সাংবাদিক এর জীবন হুমকির মুখে।

মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি। তার ছোট ভাই মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই-ই মূলত ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ধীপে। চেয়ারম্যান এর ছত্রছায়ায় একের পর এক অপকর্মে জড়িত মাকসুদ। মিজানুর রহমান মিজান বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, অবৈধ ইট ভাটার মালিকানা ও তার ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবেদন আসছে……..(চলবে)

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক:

আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকীর আনুষ্ঠানিকতার আয়োজন করেছে দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল সংবাদ টিভি।

সংবাদ টিভি’র চেয়ারম্যান জুয়েল খন্দকার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গতকাল সোমবার রাত ৯টায় মতিঝিলের সংবাদ টিভি’র প্রধান কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে জুয়েল খন্দকার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, ভবিষ্যতে মহা উৎসবের মধ্য দিয়ে অষ্টম বর্ষ পদার্পণের অনুষ্ঠান আয়োজন করতে পারব।’

গণমাধ্যমের সব সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবাদ টিভি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপি সংবাদমাধ্যম হিসেবে ৭ম বর্ষে পদার্পণ করেছে সংবাদ টিভি।

অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র সম্পাদক সাঈদুর রহমান রিমন বলেন, সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ও দেশ সংস্কারে সর্বদাই ভূমিকা রাখে সংবাদ টিভি। কোন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে না সংবাদ টিভি। হাটি হাটি পা পা করে ৭ম বর্ষে পদার্পণ করলো সংবাদ টিভি, শুভ কামনা রইলো সংশ্লিষ্ট কলাকৌশলীদের প্রতি।

সংবাদ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ বলেন, সংবাদ টিভি জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনড়। দেশ ও জাতির স্বার্থে সর্বদাই কাজ করে যাচ্ছে সংবাদ টিভি। আজ ৬ষ্ঠ বর্ষপূর্তি হলো এবং ৭ম বর্ষে পদার্পণ করলো, ইনশাআল্লাহ ৮ম বর্ষ পদার্পণ আরো জাকজমকপূর্ণ করে করবো আমরা।

দৈনিক রূপালীদেশ’র বার্তা সম্পাদক এস এম রাশেদ হাসান বলেন, সংবাদ টিভি’র সকল সংবাদ কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণেই প্রকাশিত হয়। আজ সংবাদ টিভি’র ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সকলের প্রতি জানাই শুভ কামনা ও অভিনন্দন।

আরো উপস্থিত ছিলেন, দি টাইমস অব ঢাকা’র সম্পাদক মুস্তাকিম নিবিড়, দৈনিক প্রলয়’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, দৈনিক দিনকাল’র সোহেল সামি ও ডিজিটাল ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, দৈনিক রূপালীদেশ’র বিশেষ প্রতিনিধি আরব আলী বিশ্বাস, বিডিসি ক্রাইম বার্তা’র সম্পাদক ফয়সাল হোসেন, মো. জাকির হোসেন সম্পাদক ও প্রকাশক
বাংলা খবর, নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি)’র সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ ও প্রতিনিধি জিয়াউল হক তুহিন প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের