তারাকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এম.এইচ.তালুকদার ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন তালুকদার (মিলন) আয়োজনে আজ শনিবার সকালে এম.এইচ.তালুকদার ফ্লওয়ারমিলস্ লিমিটেডে কেন্দুয়া বাজারে আর্থ-মানবতার সেবায় মানুষ মানুষের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন ঢাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকরামুল হক তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন এম.এইচ.তালুকদার ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন তালুকদার (মিলন), যোবায়ের হোসেন তালুকদার,নাজমুল মন্ডল,ইউপি সদস্য শফিকুর রহমান ও জয়নাল আবেদীন প্রমূখ। দেশের সনামধন্য ডা. দিয়ে

দিনব্যাপি ৫টি ফ্রি মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের দরিদ্র ও অসহায় রোগীদের রোগ নির্ণয় ও পরিক্ষা করানো হয়। এম.এইচ.তালুকদার ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন তালুকদার মিলন বলেন, আর্থ-মানবতার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখে সাধ্যমতো সেবা প্রদানে চেষ্ঠা করে যাচ্ছি। আগামী দিনেও সেবা কার্যক্রম অভ্যাহত থাকবে। এ সকল কার্যক্রম অভ্যাহত রাখার জন্য মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র সহযোগীতা কামনা করেন।

সেবা নিতে আসা ইউনিয়নের অসহায় রোগীরা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এম.এইচ.তালুকদার ফ্লাওয়ার মিলস্ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন তালুকদার মিলনকে ধন্যবাদ জানিয়েছে।

দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পরিবার বর্গকে নিয়ে সেবা প্রদান সহযোগীতা করে গেছেন।

মিডিয়ার চাটুকারিদের এক হাত দিলেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। টকশোতে চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরতো তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি।

তিনি বলেন, টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটা দেশ তখনই ডোবে যখন মিডিয়া সত্যি কথা বলে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী৷ এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।

প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী! আপনি অমুক। আপনি অমুক জয় করে আসছেন। এগুলো কেমন প্রশ্ন, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান