নিষিদ্ধ সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড তারকা সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন। কিছুদিন আগে তিনি এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছিলেন,যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। এই ঘটনার পর পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সিডিউল-৪ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকাকে সাধারণভাবে কালো তালিকা বলা হয়,যেখানে সন্ত্রাসবাদ বা নিরাপত্তাজনিত কারণে সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। ভারতের সংবাদমাধ্যম মিড-ডে জানায়,সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ সালমান খান,শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেন। সেখানে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা চলছিল। কথোপকথনের সময় সালমান বলেন, এখন যদি এখানে কোনো হিন্দি ছবি মুক্তি পায়,সেটা সুপারহিট হবে। তামিল তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি রুপি আয় করতে পারে,কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে বেলুচিস্তান,আফগানিস্তান,পাকিস্তান সব জায়গা থেকে মানুষ এসেছে। এই মন্তব্যেই মূলত বিতর্কের সূত্রপাত হয়।

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

ছোট কাপড় পরা মডেলদের শাসালেন হিন্দু শক্তি সংগঠন 

বিনোদন ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ডে ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেলের সময় ছোট পোশাক পরিধান করার কারণে মডেলদের সাথে বাদানুবাদে জড়িয়েছে হিন্দু শক্তি সংগঠন নামে একটি কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর কর্মীরা।

শুক্রবার (৩ অক্টোবর) উত্তরাখণ্ডের দেহরাদুনের একটি হোটেলে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে ওই হোটেলে যখন রিহার্সেল চলছিল, তখন হিন্দু শক্তি সংগঠনের সদস্যরা সেখানে প্রবেশ করে। সংগঠনের রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনাগরের নেতৃত্বে তারা মডেলদের সঙ্গে তর্ক শুরু করেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাঘবেন্দ্র ভাটনগর পশ্চিমা পোশাক পরার কারণে মডেলদের কড়া সমালোচনা করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, মডেলিং শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়। উত্তরে একজন মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। ওই মডেল বলেন, পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।

রাঘবেন্দ্র যখন বলেন, আমাকে কিছু বলবেন না, তখন মডেলটি পাল্টা জবাব দেন, তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন। রাঘবেন্দ্র তখন ক্ষিপ্ত হয়ে বলেন, বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন। এর জবাবে ওই নারী মডেল রেগে গিয়ে বলেন, আপনি আমাদের বলার কে?

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে রাঘবেন্দ্র ক্ষিপ্ত হয়ে বলেন, ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেবো। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন।

এই বিতর্কের সময় লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি মডেলদের পক্ষ নিয়ে তাদের সমর্থন জানান। তিনি বলেন, মডেলরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারে।

এদিকে, পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

উল্লেখ্য, হিন্দু শক্তি সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও, ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী শনিবার অনুষ্ঠিত হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম